সাভারে গণপরিবহনের তীব্র সংকট

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 06:21:08

আগের দিনের মতো তীব্র গণ পরিবহন সংকটে পড়েছে সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বাসিন্দারা। সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়েই দুর্ভোগের কবলে পড়েন তারা। বাস না নামানোর ফলে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র পরিবহন সংকট।

বিশেষ করে বাস ও মিনিবাস চলাচল কমে যাওয়ায় নির্ধারিত গন্তব্যে যেতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন সংকটে বেশি নাকাল হতে হচ্ছে স্কুল শিক্ষার্থীদের।

পরিবহন শ্রমিকরা বলেছেন, সড়ক পরিবহন আইনের বেশ কয়েকটি ধারা সংশোধনের দাবীতে বুধবার (২০ নভেম্বর) থেকে তারা কাজ বন্ধ রেখেছেন।

ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন ফুয়েল স্টেশনে সারি সারি গাড়ি দেখা গেছে। তবে সাধারণ যাত্রীরা বলছেন, বিচ্ছিন্নভাবে বেশ কিছু যানবাহন চলাচল করা হলেও বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ছেন তারা।

কোথাও বা চালককে মারধর কিংবা গণপরিবহন থেকে যাত্রী নামিয়ে দেবার ঘটনাও ঘটেছে। আবার গণপরিবহনের কৃত্রিম সংকটে ভাড়াও বাড়িয়ে দিয়েছেন তারা।

পুলিশ বলেছে, যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। কেউ গাড়ি বের না করলে পুলিশের কিছু করণীয় নেই বলেও জানান একজন পুলিশ কর্মকর্তা।

 

এ সম্পর্কিত আরও খবর