বাস চলাচলে যাত্রীদের স্বস্তি

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 06:21:58

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় দেশের অন্যান্য স্থানের মত ময়মনসিংহেও স্বাভাবিক হয়েছে যান চলাচল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর থেকেই ময়মনসিংহ থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু করেছে। ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

এর আগে মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত টানা দুদিন যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি ও বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে যাত্রীরা গন্তব্যে পৌঁছায়।

বাস চলাচলে যাত্রীদের স্বস্তি

বিশেষ করে ভোগান্তি পোহাতে হয় ময়মনসিংহ থেকে ঢাকাগামী কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ও কর্মজীবীদের। ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে সবার মাঝে।

দুপুরে নগরের মাসকান্দা বাস টার্মিনালে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। একাধিক যাত্রীর সাথে কথা বললে তারা জানান, জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও ধর্মঘটের কারণে তারা ঢাকা যেতে পারছিলেন না। সকালে যানচলাচল স্বাভাবিক হয়েছে এমন খবরে দ্রুত টার্মিনালে ছুটে এসেছেন। তারা চান, কোন পরিস্থিতিতেই যেন যান চলাচল বন্ধ না হয়।

এ সম্পর্কিত আরও খবর