ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি দখল অবৈধ

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 21:15:50

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি দখল ও বন্দোবস্ত কার্যক্রমকে অবৈধ বলে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনের জনগণের স্বদেশের প্রতি অবিচ্ছেদ্য অধিকারের বিষয়ে বাংলাদেশের সমর্থন রয়েছে এবং ইসরাইলকে এই বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব বিষয় জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইউএনএসসি ২৪২ এবং ইউএনএসসিআর ৩৩৮, ৪২৫, ১৩ ১৩৯৭, ১৫১৫ ও ১৫৪৪-সহ অন্যান্য ইউএনএসসি রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত ফিলিস্তিন এবং তার আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের অবিস্মরণীয় সমর্থন রয়েছে।

সুরক্ষা কাউন্সিল, ইউএনজিএ, এইচআরসি এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত সকলেই নিশ্চিত করেছেন যে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ইসরায়েলি জনবসতি নির্মাণ ও সম্প্রসারণ সম্পর্কিত অন্যান্য কার্যক্রম আন্তর্জাতিক আইনে অবৈধ বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর