এস আলম গ্রুপ আমদানি করছে সাড়ে ৫৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 19:33:11

দেশের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে এস আলম গ্রুপ ৫৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এস আলম গ্রুপের পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যায়ও বিসমিল্লাহ এয়ারলাইনসের একটি কার্গো বিমানে ১০৫ মেট্রিক টন পেঁয়াজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে পেঁয়াজের ঘাটতি ও জনসাধারণের কষ্ট লাঘব করতে প্লেনে করে মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। সে অনুযায়ী এস আলম গ্রুপ ৫৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করবে। তবে এই পেঁয়াজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পেঁয়াজ আনতে এরই মধ্যে ১০টি কার্গো বিমান ভাড়া করা হয়েছে। যার প্রত্যেকটিতে ১০৫ থেকে ১১০ মেট্রিক টন পেঁয়াজ আসবে।

এ সম্পর্কিত আরও খবর