'কর্মজীবনেও সফলতার স্বাক্ষর রাখতে হবে'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-09-01 09:17:46

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, 'ছাত্র বয়সে যারা কৃতিত্বের সাথে মেধার স্বাক্ষর রাখছো তোমাদের এখানেই থেমে থাকলে হবে না। সফলতার সাথে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনেও সেই সফলতার স্বাক্ষর রাখতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যত বাঁধাই আসুক দৃঢ় মনোবলই তোমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে।'

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরের টাউন হল মাঠে সিটি করপোরেশনের আয়োজনে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উচ্ছ্বসিত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, 'ময়মনসিংহ জিলা স্কুল, আনন্দ মোহন কলেজের ছাত্র যখন সচিবালয়ে সচিব, যুগ্মসচিবসহ বিভিন্ন অধিদফতরে ঊর্ধ্বতন পদে দেখি, যখন নাসাতে গিয়ে আমার আনন্দ মোহন কলেজের সহপাঠীকে দেখি তখন গর্বে বুকটা ভরে যায়। তোমরাও সেসব জায়গায় পৌঁছে ময়মনসিংহ তথা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে।'

এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র মো. ইকরামুল হক টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন চক্রবর্তী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম আবদুর রফিক প্রমুখ।

সভাপতির বক্তব্যে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, 'শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষার মূল লক্ষ্য থাকতে হবে জ্ঞান অর্জন৷ দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি, গান, খেলাধুলা ও জাতীয় দিবসগুলোতে কী ঘটেছে, কেন ঘটেছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। সর্বোপরি দেশকে ভালবাসতে হবে এবং সবার মাঝে ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে।'

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ২০১৯ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার ৪৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি’র ৮৬২ ও এইচএসসি’র ৫৮৬ কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও মেডেল তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে প্রতিবার কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়ে থাকে। পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর