‘মাদককে না বলুন’ স্লোগানে এপেক্সের সাইকেল র‌্যালি

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:40:44

সরকার মাদক নিয়ন্ত্রণে যে কার্যক্রম হাতে নিয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে যে প্রত্যয় ঘোষণা করেছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এপেক্স বাংলাদেশ। এরেই অংশ হিসেবে রাজধানীতে এপেক্স বাংলাদেশের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে শুক্রবার (২২ নভেম্বর) সাইকেল র‌্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু করে খামারবাড়ি, সাত রাস্তা, মগবাজার, মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সাইকেল র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী

র‌্যালিতে প্রায় তিন শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। সাইকেল র‌্যালি শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপির উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এম.এ.কাইয়ুম চৌধুরী, সহসভাপতি নিজাম উদ্দিন পিন্টু, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজ উদ্দিন কামাল প্রমুখ।

সাইকেল র‌্যালিতে মিডিয়া পার্টনার ছিলো মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম।

এ সম্পর্কিত আরও খবর