বিকাশের টাকা ছিনতাইয়ের মূল হোতাসহ গ্রেফতার ৬

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-05-23 18:34:49

ঢাকা: রাজধানীর ডেমরায় হত্যার পর বিকাশের এজেন্টের নিকট হতে ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম।

শনিবার (৩০ জুন) ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেন এ কথা বলেন।

ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল জব্বার মিয়া, সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, কামরুল হাসান, কাউসার ও মোঃ জামাল। অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এই অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেফতারের সময় আব্দুল জব্বার মিয়া’র হেফাজত হতে হত্যার কাজে ব্যবহৃত ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং অন্যান্য আসামীদের হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল ও ছিনতাইকৃত ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ যে, গত ১০ জুন বিকাশের এজেন্ট রাশেদ হোসেন টাকা সংগ্রহ করে যাওয়ার পথে, ডেমরার পূর্ব বক্সনগরের এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুই জন ব্যক্তি মোটর সাইকেলে এসে তার পথরোধ করে। পরবর্তী সময়ে তাকে গুলি করে হত্যার পর তার কাছে থাকা ৭২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর