১১ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে ৭৮ ভাগ

ময়মনসিংহ, জাতীয়

উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-07-22 20:26:26

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) করা এক গবেষণা মতে গেল ১১ বছরে ইলিশের উৎপাদন ৭৮ ভাগ বেড়েছে। আর ইলিশের চলতি প্রজনন মৌসুমে ৪৮ দশমিক ৯২ ভাগ মা ইলিশ নদীতে ডিম ছেড়েছে। যা বিগত বছরের চেয়ে ১ দশমিক ১৮ ভাগ বেশি। এতে করে চলতি বছরে ইলিশ পরিবারে নতুন করে যুক্ত হচ্ছে আরও ৩৭ হাজার কোটি জাটকা।

চলতি বছরের ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা, খাওয়া, মজুদ, বিনিময় ও পরিবহনের উপর সরকারের নিষেধাজ্ঞার ফলে এমনটি হয়েছে বলে মনে করছে বিএফআরআই।

সংস্থাটি থেকে প্রাপ্ত তথ্য বলছে- ২০১৭, ২০১৬, ২০১৫, ও ২০১৪ সালে ডিম ছাড়ার হার ছিল যথাক্রমে ৪৬.৪৭, ৪৩.৯৫, ৩৬.৬০, ও ৩৮.৭৯ ভাগ।

ইনস্টিটিউট থেকে পরিচালিত এই গবেষণা প্রতিবেদন সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদফতরে জমা দেওয়া হয়েছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন বিএফআরআই'র মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

তিনি জানান, ইলিশ আহরণের নিষিদ্ধকালীন সময়ে বিএফআরআই'র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমানের নেতৃত্বে তিনটি গবেষক দল ইলিশ প্রজনন ক্ষেত্রসহ বিভিন্ন নদ-নদী ও ইলিশ অবতরণ কেন্দ্রে গবেষণা পরিচালনা করেন। গবেষণাকালে নিষিদ্ধকালীন আগের ও পরের দশ দিন এবং নিষিদ্ধকলীন ২২ দিন নমুনায়ন ও তথ্য সংগ্রহ করা হয়।

ড. ইয়াহিয়া মাহমুদ আরও জানান, ওই সময়ে ৪৮ দশমিক ৯২ ভাগ মা ইলিশ সম্পূর্ণভাবে ডিম ছেড়েছে। যা গতবারের চেয়ে ১.১৮ ভাগ বেশি। এতে করে ৩৭ হাজার কোটি জাটকা নতুন করে ইলিশ পরিবারের সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘এসব জাটকা ৫ থেকে ৭ মাস নদ-নদীতে বড় হয়ে সাগরে চলে যাবে এবং সেখানে বড় হয়ে ডিম ছাড়ার জন্য আবার নদ-নদীতে চলে আসবে।’

বিএফআরআই সূত্র বলছে, ইলিশ মাছ সারা বছরই কম-বেশি ডিম ছাড়ে। তবে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হচ্ছে অক্টোবর-নভেম্বর মাস। এটি মূলত আশ্বিন মাসের পূর্ণিমা ভিত্তিক। এজন্য ইলিশ ধরা নিষিদ্ধকালীন বছর পরিবর্তিত হয়। চলতি বছর ছিল আশ্বিনের ভরা পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের ১৭ দিন (৪+১+১৭) ৯ থেকে ৩০ অক্টোবর। যা বিএফআরআই’র গবেষণা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধকালীন এ সময় নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, মা ইলিশ ধরা ও জাটকা ধরা বন্ধ রাখার কারণে ইলিশের উৎপাদন সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়ে ৫.১৭ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। চলতি বছর মা ইলিশ সুরক্ষিত হওয়ায় এবার ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

এ সম্পর্কিত আরও খবর