১১ দফা দাবিতে রাজশাহী জুটমিল শ্রমিকদের সড়ক অবরোধ

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-12 20:46:57

 

জাতীয় মঞ্জুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহী জুটমিল শ্রমিকরা সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জুটমিলের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচির পাশাপাশি সেখানে সমাবেশ করেছেন শ্রমিকরা। সমাবেশ থেকে জুটমিল শ্রমিকরা জাতীয় মঞ্জুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি জানান।

রাজশাহী পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা প্রমূখ।

পষিদের সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘আমরা সকালে মহাসড়ক অবরোধ করে সমাবেশ শুরু করি। পরে যানজট ও মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সড়কের একটি লেন ছেড়ে দিয়ে কর্মসূচি পালন করেছি। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

 

এ সম্পর্কিত আরও খবর