যুবকেরাই দেশের সম্পদ: মেয়র নাছির উদ্দীন

চট্টগ্রাম, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 17:22:58

যুবকেরাই দেশের সম্পদ, যুবকেরাই বদলে দিতে পারে বাংলাদেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন ও এসডিজি লক্ষ্য রেখে উন্নয়নের ধারাবাহিকতায় যুবকদের দক্ষতা বৃদ্ধিতে নানান ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।

বুধবার (২৭ নভেম্বর) সকালে নগরীর শিশু একাডেমিতে আয়োজিত দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, তথ্য ও সেবা প্রাপ্তি উপলক্ষে ইপসা ও বিটা’র যুব মেলা ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিটি মেয়র আরো বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে চাকরির পিছনে ছুটতে না হয়, চাকরি যেন ছুটে আসে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন তা শুধু জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রের মানচিত্রের পরিবর্তনের জন্য নয়, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য।

এসময় মেলায় চট্টগ্রাম শিশু একাডেমি জেলা সংগঠক নার্গিস সুলতানা, বিজিএমইএ চট্টগ্রাম সিনিয়র ডেপুটি সেক্রেটারী মো করিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো ম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবিদা মোস্তফা, বিটার উপপরিচালক শিশির দত্ত, বিকেএমইএ সাবেক পরিচালক শওকত ওসমান প্রমুখ বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে প্যানেল ডিসকাশনে আলোচনা করেন বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) চট্টগ্রাম মহাপরিচালক মো ইয়াসিন, চট্টগ্রাম মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আশরিফ তানজিম, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার নওরিন সুলতানা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল এসিস্ট্যান্ট সেন্টার বিটাক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফারহানা আক্তার, যুব উন্নয়ন অধিদফতর চট্টগ্রাম উপপরিচালক সালেহ আহমদ চৌধুরী, জেলা সমাজ সেবা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর