মামলার জট দূর করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-31 15:48:10

‌‘দেশের আদালতে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে। সবাই মিলে মামলার জট দূর করতে হবে। বিচার বিলম্বিত হলে অবিচার কায়েম হয়।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টায় সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমার পিতা চেয়েছিলেন আমি ও আমার ভাই যেন আইনজীবী হই কিন্তু আমি সরকারি চাকরি পাওয়ার কারণে আইনে ডিগ্রি অর্জন করলেও আইনজীবী হয়ে উঠেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম।

অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা ছাড়াও সিলেট সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর