প্রকৃতিতে চলছে হেমন্তকাল। দুই সপ্তাহ পরেই শুরু হবে শীত মৌসুম। এখনি শীতের আগমন ধ্বনি জানিয়ে দিচ্ছে হিম বাতাস আর ঘন কুয়াশা। দিনের বেশ কিছুটা সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে রাজধানী ও এর বাইরের জেলা শহরগুলো।
এমনই ঘন কুয়াশার কারণে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ঢাকায় প্লেন চলাচল ব্যাহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ অস্পষ্ট হয়ে ওঠে। ফলে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটের অবতরণে দেরি হয়।
এছাড়া সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কয়েটি ফ্লাইটের ক্ষেত্রেই এমন বিলম্ব হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে বিমানবন্দরের পরিচালককে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।