চট্টগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে বাইসাইকেল স্টান্ট

চট্টগ্রাম, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 12:34:33

পায়ে চালানো দুই চাকা বিশিষ্ট বাহনকে ইংরেজিতে বাইসাইকেল বলা হলেও বাংলায় শুধু সাইকেল বলেই অভিহিত করা হয়। বাহনটি যথার্থ পরিবেশবান্ধব ও জ্বালানিমুক্ত। সাইকেল চালানোর মাধ্যমে সুস্থতা, সক্ষমতা বৃদ্ধিসহ রয়েছে নানাবিধ উপকারিতা। এছাড়া জনসচেতনতামূলক বার্তাও পৌঁছে দেওয়া যায় সহজে।

বিশ্বজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে সাইকেল ও এর ব্যবহারকারী সাইক্লিস্টদের সংখ্যা। বিশেষ করে এর প্রতি স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে গড়ে উঠেছে সিআরএ ও আরএসআরজেটসহ ১০টিরও অধিক বাইসাইকেল স্টান্ট গ্রুপ এরমধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সিআরএ স্টান্ট রাইডার।

সিআরএ স্টান্ট রাইডারের সদস্যরা

গ্রুপটির প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল বিন জসিম বলেন, ‘সিআরএ স্টান্ট রাইডারের পথ চলা শুরু হয় ২০১৭ সালের ১৬ ডিসেম্বর। আমরা শুধু বাইসাইকেল স্টান্ট ও ভ্রমণ নয়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখাতে প্রচারণামূলক কাজ করি। মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন-এটাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ প্রায় প্রতি বিকেলে আমরা স্টান্ট করি এবং প্রতি শুক্রবার ‘বাইক ফ্রাইডে’ ব্যানারে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি। এছাড়া আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন সচেতনমূলক বার্তা দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে দেই। আমরা জাতীয় দিবসগুলো সাইকেল র‌্যালি ও স্টান্ট শো’র মাধ্যমে পালন করে থাকি।’

সাইক্লিস্টরা

জসিম বলেন, ‘পুরো ওয়ার্ল্ডে বাইসাইকেল স্টান্ট একটি জনপ্রিয় ক্রীড়া। ইতোমধ্যে বাংলাদেশ সাইকেল ফেডারেশন কর্তৃক সাউথ এশিয়ান গেমস-২০১৯ এ অংশগ্রহণ করেছি। আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে চাই। আগামীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেবে ফেডারেশন।’

এ সম্পর্কিত আরও খবর