রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য মো. আব্দুল হামিদ রাজশাহীতে আসছেন শনিবার (৩০ নভেম্বর)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রাবি’র একাদশ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুর আড়াইটার দিকে হেলিকাপ্টার যোগে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংলগ্ন মাঠে হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে।
সেখান থেকে রাষ্ট্রপতি রাবি ভিসি এম আব্দুস সোবহানের বাসভবনে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনের মূল অনুষ্ঠানস্থলে যাবেন। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থগুলো পাঠের পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এরপর বিকেল ৩টা ৪১ মিনিটে ডিগ্রি উপস্থাপন ও দেয়ার পর্ব। এরপরই থাকছে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ পিএইচডি
সনদ প্রদান শেষে বিকেল সাড়ে চারটার দিকে ডিগ্রিপ্রাপ্তদের সমাবর্তন স্মারক দেওয়া হবে। এরপরই রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রপতি সমামবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। পরে চারটার ৪৭ মিনিটে রাষ্ট্রপতি রাবি ছাড়বেন।