পুলিশের তদন্ত হবে বিজ্ঞান ভিত্তিক: আইজিপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-12 11:04:10

বিজ্ঞানভিত্তিক তদন্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে প্রধান অতিথি হিসেবে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ১০০তম এইড টু গুড ইনভেস্টিগেশন কোর্সসহ ৬টি কোর্স উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

ড. পাটোয়ারী বলেন, ‘বিজ্ঞানভিত্তিক সাইবার, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্ত করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে।’

প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করতে হবে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে মামলার মূল রহস্য বের করে আনতে হবে।

আইজিপি বলেন, সিআইডি শত বছরের অধিক সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য এবং গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সিআইডির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সকলকে পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী পুলিশ হতে নিজেদের প্রস্তুত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর