ময়মনসিংহে লোক সঙ্গীত উৎসব শুরু রোববার

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-29 10:09:22

ময়মনসিংহে ছয় দিনব্যাপী আঞ্চলিক লোক সঙ্গীত উৎসব শুরু হচ্ছে আগামীকাল রোববার (১ ডিসেম্বর)। জেলা প্রশাসন আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জিমনেসিয়াম সেন্টারে এই উৎসব শুরু হবে।

আয়োজক সূত্র জানায়, উৎসবে লোকজ সঙ্গীতের পাশাপাশি মেলা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। উৎসবের প্রথম দিনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আঞ্চলিক লোক সঙ্গীত উৎসবে উপজেলা ও জেলা শিল্পকলা একাডেমি দল কর্তৃক লোকজ সংস্কৃতি ও লোক সঙ্গীত পরিবেশন করা হবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উৎসবটি চলবে প্রতিদিন সকাল নয়টা হতে রাত সাড়ে নয়টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর