১৫ দফা দাবিতে বিক্ষোভ করেছে ট্যাংকলরির মালিক-শ্রমিকরা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 21:21:11

পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন, সড়কে পুলিশি হয়রানি বন্ধ করাসহ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নে রংপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে ট্যাংকলরির মালিক-শ্রমিকরা।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর আলমনগর বাবুপাড়া এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে রংপুর বিভাগীয় জ্বালানি পদার্থ বহনকারী ট্যাংকলরির শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান মংলা বলেন, ‘জ্বালানি তেল সংরক্ষণাগার মেঘনা, পদ্মা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানিতে হাজার হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। তাদেরকে বাঁচতে দিন। এখানকার ট্যাংকলরির মালিক-শ্রমিকরা পেট্রল পাম্প ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।’

ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া লাল্লু বলেন, ‘দাবিগুলো মেনে নেয়ার জন্য আমরা ৩০ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে ধর্মঘটও চলবে।’

এদিকে আজ থেকে রংপুর বিভাগের আট জেলায় শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটে (কর্মবিরতি) সব ধরনের পরিবহনে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণনসহ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে পাম্প থেকে তেল সরবরাহ করতে না পারায় মোটরসাইকেল, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহন কম চলাচল করছে।

এ সম্পর্কিত আরও খবর