সিলেটে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিলেট | 2023-07-24 16:36:00

সিলেটে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ট্রাকে করে নগরের ৫টি স্থানে পেঁয়াজ বিক্রি করছেন টিসিবির ডিলারেরা। প্রতি ট্রাকে রয়েছে ১ হাজার কেজি পেঁয়াজ। ক্রেতাদের কাছে এক কেজি করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

এদিকে টিসিবির পেঁয়াজ কিনতে নির্ধারিত স্থানে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিলো। প্রখর রোদে শিশু-বৃদ্ধা, নারী-পুরুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজের জন্য অপেক্ষা করেন।

টিসিবি সিলেটের ইন-চার্জ মো. ইসমাইল মজুমদার বার্তা২৪.কম-কে বলেন, সকাল থেকেই আমরা খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। সিলেট নগরের বঙ্গবীর রোডের মার্কাজ পয়েন্টে, কবি নজরুল অডিটোরিয়াম এলাকায়, মদিনা মার্কেট, কিন ব্রিজের মোড় ও আম্বরখানায় টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিনই পেঁয়াজ বিক্রি হবে।

এদিকে, রবিবার সকাল সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পেঁয়াজ বিক্রি কমে গেছে। পাইকারি ও খুচরা বাজার প্রায় ক্রেতাশূন্য। বাজারে ২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ আর তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা। 

এ সম্পর্কিত আরও খবর