সিলেটে বিএনপির বিভাগীয় পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-07 09:14:33

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে ‘বিভাগীয় পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ৩ টায় নগরের মেন্দিবাগস্থ রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত এ সভায় বিএনপির অর্ধশত নেতা অংশগ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম।

আয়োজিত সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা দলের প্রতিটি ইউনিটে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চাই। দলে নারী নেত্রীদের অংশগ্রহণ জরুরি। তবে আমরা যোগ্য নারী নেতৃত্ব পাচ্ছি না। এজন্য প্রতিটি কলেজে নারী ছাত্রদল করতে হবে। যাতে নারী নেতৃত্ব উঠে আসে।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের পরিবেশ নেই। বাংলাদেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। এখন ঘরোয়া সভা করতেও পুলিশের অনুমতি প্রয়োজন।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। গত ৩০ ডিসেম্বর দেশে ভোট ডাকাতি হয়েছে। রাজনীতি এখন প্রশাসনের হাতে জিম্মি। সরকার দলের গণতন্ত্র সম্পর্কে শিক্ষা লাভ করা উচিত। তাদের গণতন্ত্রের বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে আয়োজিত কর্মপরিকল্পনা সভায় রাজনীতিতে আরপিও অনুযায়ী ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী অর্ন্তভূক্তিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর