প্রতিবন্ধীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 01:41:33

প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। তারাও এ সমাজেরই অংশ। এখন দেশ গঠনে প্রতিবন্ধীরা বিশেষ ভূমিকা রাখছে। কাউকে বাদ দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন হতে পারে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর ক্যাসপিয়া কনফারেন্স মিলনায়তনে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের অতিথিরা।

প্রতিবন্ধী নারীদের সংগঠন জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন, গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুলাহ আল হাদী প্রমুখ।

এতে বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধীদের সুরক্ষায় ব্যাপক কাজ করছে। আমরা যদি সকলে সচেতন হই, তাহলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা থাকবে না। ওরাই সমাজের আশীর্বাদ হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধীরা সুশিক্ষায় শিক্ষিত হলে সমাজে ও দেশ গঠনে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আগামী ৫ ডিসেম্বর ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এনসিডিডাব্লিউ ফিল্ড এর কো-অর্ডিনেটর হাসানুজ্জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর