সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 21:30:01

ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং অর্থপাচারের অভিযোগে সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে দুদক উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে দুদক ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ সুনির্দিষ্ট তিনটি অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করেন।

সরকারি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকের অ্যাকাউন্টে সন্দেহজনক অসামঞ্জস্যপূর্ণ উৎসের বেতন ভাতার চেয়ে বেশি ১ কোটি ৫৭ লাখ টাকা জমা থাকা।

মামলার এজাহার

৩৩ লাখ ৯৮ হাজার টাকা পাচার বা হস্তান্তর এবং জ্ঞাত আয় বহির্ভুত বা অপরাধলব্ধ আয় ৬৪ লাখ ৬৭ হাজার ৩৬ টাকার মালিকানা অর্জনের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

একজন ব্যক্তিকে আসামি করে এই মামলা দায়ের করা হলেও মামলাটির তদন্তে যদি অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তাদেরও আমলে নেয়া হবে মর্মে মামলার এজাহারে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর