পণ্যের মোড়কে মূল্য ও আমদানিকারকের নাম না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুত রাখার দায়ে রাজশাহীর সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা এ জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল মারুফ জানান, দোকানটিতে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, জুস ও টমেটো সস পাওয়া গেছে। কিছু কিছু পণ্যের আমদানিকারকের নাম ছিলো না। প্যাকেটে উল্লেখ ছিলো না মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ।
এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।