নভেম্বরে ধর্ষণের শিকার ১৪৯ নারী ও শিশু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:33:14

নভেম্বর মাসে ৩৯২ জন নারী ও কন্যাশিুশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষিত হয়েছে ১৪৯ জন নারী ও কন্যাশিশু। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড এ তথ্য জানিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার সংস্থাটি।

সংস্থাটি জানায়, ২০১৯ সালের নভেম্বর মাসে মোট ৩৯২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১৪৯টি, এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ২৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৩ জনকে।

এছাড়াও শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। অগ্নিদগ্ধের শিকার একজন। অপহরণের ঘটনা ঘটেছে ১৫টি। নারী ও কন্যাশিশু পাচারের শিকার ২ জন। বিভিন্ন কারণে ৫১ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং আরও ৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

মানবধিকার সংস্থাটি আরও জানায়, যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ৯ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর