বাজারে ব্যাংক খাত সম্বন্ধে ধারণা ইতিবাচক নয়: পরিকল্পনামন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 04:16:46

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সার্বিকভাবে বাজারে ব্যাংক খাত সম্বন্ধে ধারণা কিন্তু ইতিবাচক নয়। আমিও এ বাজারের একজন নাগরিক। এর কারণটা কী তা খতিয়ে দেখা প্রয়োজন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে বিডিবিএল অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কেনো এই নেতিবাচক ধারণা, কোথায় সমস্যাটা, কেনো এতো বড় নন-পারফর্মিং লোনের (এনপিএল) পরিমাণ-এটা নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন। প্রো অ্যাকটিভ সরকারের আমলে এই খাত কেনো এতো প্রশ্নবিদ্ধ হবে সেটা নিয়ে আমাদের সকলের চিন্তা ভাবনা করার অবকাশ আছে।

সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি খুবই ভালো করছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ৮ শতাংশ গ্রোথ এটা অত্যন্ত ভালো। জীবনমান ভালো হচ্ছে। অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এরপরো কেনো আর্থিক খাতকে আমার মুঠোর মধ্যে আনতে পারছি না-এটা নিয়ে আমরা চিন্তিত।

বিডিবিএল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিডিবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজবাহউদ্দিন, বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলমগীর প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর