বাংলাদেশের রয়েছে ঐতিহ্যবাহী সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি। বাংলাদেশ-জাপান শিল্প ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বিশ্বে অনন্য অবদান রাখতে পারে।
অধ্যাপক মাহমুদুল হককে জাপান সরকারের ‘দ্য অর্ডার অব রাইজিং সান’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এসব কথা বলেন।
বুধবার (৪ নভেম্বর) ঢাকাস্থ জাপানি দূতাবাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান। জাতীয় জাদুঘরের প্রাক্তন ডিজি, বাংলাদেশ এশিয়ান আর্ট বিয়েনালের প্রাক্তন প্রধান সমন্বয়কারী। জাপান এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে তার নিরলস অবদানের জন্য জাপান সম্রাটের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের সংস্কৃতি এমন উচ্চতায় পৌঁছাবে যা নজির হয়ে থাকবে। এই সংস্কৃতি বিনিময়ের ফলে দুই দেশের মানুষ আরও কাছাকাছি আসবে।