মানবপাচার চক্রের তিন সদস্য আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-24 03:10:02

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বৈদেশিক মুদ্রাসহ মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব-৩। এ ছাড়া পাঁচজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) র‍্যাব-৩-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ফারুক ও তার দুই সহযোগী তৈয়ব এবং জাফর। তাদের কাছ থেকে ১১৫টি পাসপোর্ট, ভুয়া পাসপোর্ট তৈরির বিভিন্ন ছবি, ১৮টি ট্রাভেল এজেন্সির কার্ড, বিভিন্ন দেশের মুদ্রাসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

র‍্যাব-৩-এর কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অভিযানে পাঁচজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এই চক্রের মূল হোতা ফারুক। তাদের টার্গেট মালয়েশিয়া ও সৌদি আরবে মানুষ পাচার করা। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর