'পেঁয়াজের দাম নির্ভর করছে দেশীয় উৎপাদনের ওপর'

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 13:10:14

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে সরবরাহ যদি বাড়ে তাহলে দাম আরো কমে আসবে। আর ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পেঁয়াজের দাম রাখা নির্ভর করছে আমাদের নিজস্ব উৎপাদন কী পরিমাণ আছে এবং কী পরিমাণ উৎপাদন হবে তার ওপর।'

তিনি আরো বলেন, 'তবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি টিসিবি এবং ডিলারের মাধ্যমে ভোক্তাদের ৪৫ থেকে ৫৫ টাকার মধ্যে সরবরাহ করতে। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় একই দরে বিক্রি করা হবে।'

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস ফ্যাক্টরি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, 'উন্নত বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশের মাটিতেই মিনিস্টার হাই টেক পার্ক ইলেক্ট্রনিক্স পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করছে। খুব অল্প সময়ের মধ্যেই মিনিস্টার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেক্ট্রনিক্স পণ্য রফতানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।'

এসময় বাণিজ্য মন্ত্রণালয় ডিটিও অনুবিভাগের পরিচালক ওবায়েদুল আজম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভ’ইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক রাজ, ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর