সাবেক জামায়াত-শিবির পন্থীদের নিয়ে সদ্য সংগঠিত রাজনৈতিক উদ্যোগ ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ চট্টগ্রামে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছে। প্রশিক্ষণ কর্মশালা ও যোগদানের মাধ্যমে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামে এক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এতে যোগ দেন সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিকেলে চট্টগ্রামে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ আয়োজিত ‘একটি ইনক্লুসিভ, গণতান্ত্রিক দলের কর্মসূচি, গঠনতন্ত্র ও ইশতেহার কেমন হওয়া উচিত’ শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যও দেন।
কুমিল্লার লাকসামের অধিবাসী আলোচিত সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ফেনীর জেলা প্রশাসক হিসেবে আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে লাইমলাইটে আসেন। পরে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হন। অবসরে গিয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪ সালে) বিএনপির মনোনয়ন চান এবং ২০১৮ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ২০-দলীয় জোটের মনোনয়নও প্রত্যাশা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জন আকাঙ্ক্ষার কেন্দ্রীয় সমন্বয়ক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মনজু। বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি, মনোরোগ বিশেষজ্ঞ মেজর (অব.) আবদুল ওহাব, আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী আবদুল কাশেম, ব্যাংকার দিদারুল আলম, প্রকৌশলী নাঈম হাসান, সাংবাদিক রিমন বড়ুয়া, ব্যবসায়ী শহীদুল ইসলাম প্রমুখ।