আমরা চমক সৃষ্টি করতে পেরেছি: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:21:18

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমাদের অনেকগুলো সমস্যা ছিল। যেমন-খাদ্য ঘাটতি ছিল, বিদ্যুৎ উৎপাদন আমাদের পর্যাপ্ত ছিল না, আমাদের যোগাযোগ ব্যবস্থা বলতে কিছু ছিল না, স্বাস্থ্য খাত ভালো ছিল না। এর আগে এসব বিষয়কে দীর্ঘ সময় ধরে এড়িয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যে সেখান থেকে সরে এসে সারা পৃথিবীর মানুষের কাছে আমরা কিছু চমক সৃষ্টি করতে  সক্ষম হয়েছি।’

রোববার (৮ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে ‘ইজি অফ ডুয়িং বিজনেস ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এক সময় বিশ্ব হরহামেশা আমাদের ফকিরের জাতি, মিসকিন জাতি বলেছে। এখন এ কথা কমে এসেছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মাথাপিছু আয় ৫০-৬০ ডলারের মতো ছিল। ২০০৮ সালের নির্বাচনের সময় মাথাপিছু আয় ৫০০ ডলার মতো ছিল। এখন মাথাপিছু আয় ২ হাজার ডালের কাছাকাছি। মাথাপিছু আয়ের হিসাব করলে আমাদের অর্জনটাকে গুরুত্বপূর্ণ বলতে পারি। উন্নয়নকে টেকসই করার দায়িত্ব আমাদের। দেশটা যখন ক্ষতির শিকার হয়, তখন এর দায় আমাকেও নিতে হবে। আবার দেশ যখন উন্নত হয়েছে, মাথাপিছু আয় যখন বেড়েছে, তখন এর সুবিধা আমিও পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার মতো অনেক ভালো লোক আছে। কিন্তু তারা এই কাজের মধ্যে আসতে চায় না। কারণ, এখানে যারা আসে তাদেরকে আমারা খারাপ লোক ভাবা শুরু করি। আসলে সব লোক খারাপ না।’

এ সম্পর্কিত আরও খবর