বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ছুড়ে ফেলায় শিক্ষকের বিরুদ্ধে মামলা

, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:58:10

ব্রাহ্মণবাড়িয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ ছুড়ে ফেলে দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার এক স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এ.সি হাই একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও পরিচালনা পরিষদের সভাপতি শেখ হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার আর্জিতে বলা হয়, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের উদ্যোগে সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জুলাই সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সরাইল উপজেলা কমিটির সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান চৌধুরী ওই দুটি বই চুন্টা গ্রামের এ.সি হাই একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও সভাপতি শেখ হাবিবুর রহমানের হাতে তুলে দেন। নান্নু ও হাবিবুর বই দুটি গ্রহণ করে তাতে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি দেখে ক্ষিপ্ত হন এবং বই দুটি স্কুলের মাঠে ছুড়ে ফেলে দেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশালীন মন্তব্যও করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু সাংবাদিকদের জানান, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এ সম্পর্কিত আরও খবর