গৌরীপুর হানাদার মুক্ত দিবস পালিত

ময়মনসিংহ, জাতীয়

উপজেলা করেসপন্ডেট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-25 00:38:30

আজ ৮ ডিসেম্বর। ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনীর আক্রমণে হানাদার মুক্ত হয়েছিলো গৌরীপুর।

রোববার (৮ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শহীদ হারুণ পার্কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর