সাফারি পার্কে বাচ্চা দিল সিংহ ও ভালুক

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 04:49:05

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহের ঘরে নতুন অতিথি এসেছে। গাজীপুরের শ্রীপুরের এই পার্কটিতে প্রথমবারের মতো জন্ম নিয়েছে ভালুকের বাচ্চাও। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তিনি বলেন, `প্রথমবার শনিবার সিংহের বাচ্চা দেখেছি। আর সোমবার ভালুকের বাচ্চাকে গর্তে দেখেছি। দুটি প্রাণীর বাচ্চাই ভালো আছে। নিরাপত্তাজনিত কারণে বিষয়টি একটু দেরিতে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সাফারি পার্কের ভালুকের বেষ্টনীর ভেতরে দেখা যায় একটি গর্তের মধ্যে মা ভালুক বাচ্চা নিয়ে বসে আছে। ভালুক কয়টি বাচ্চা দিয়েছে তা বোঝা যাচ্ছে না। একটি কিংবা দুটি বাচ্চা হতে পারে।’

তবিবুর রহমান বলেন, ‘শনিবার পার্কের কর্মকর্তারা গর্তের মধ্যেই খাবার দেন। মা ভালুকেরা বাচ্চার প্রতি খুব বেশি সতর্ক। একটি বাচ্চা হলে ভালুকের সংখ্যা দাঁড়াবে ১৩টি। দুটি হলে দাঁড়াবে ১৪টি। আর সোমবার দুপুরের দিকে সিংহকে একটি বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায়। মনে হচ্ছে বাচ্চাটির বয়স অন্তত ১৫ দিন। চোখ ফুটেছে। এর ফলে পার্কে সিংহের সংখ্যা দাঁড়ালো ১৬টি। প্রতি চার মাস পরপর সিংহ বাচ্চা দেয়।

এ সম্পর্কিত আরও খবর