ময়মনসিংহ থেকে আজও চলছে না বাস

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-27 02:22:36

বিআরটিসি বাস বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মত ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। ফলে ময়মনসিংহ হতে কোনো বাস ছেড়ে যাচ্ছেনা আবার অন্য জেলা থেকেও বাস আসছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আর তাই বিকল্প পথে বাড়তি ভাড়া দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে ছুটছেন যাত্রীরা।

জানা গেছে, বিআরটিসির বাস শ্রমিকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও দ্বন্দ্বের জেরে সোমবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা। পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, বিআরটিসির বাস নিয়ম না মেনে চলছে। এতে সাধারণ গণপরিবহনে যাত্রী কমেছে। পাশাপাশি বিআরটিসির বাস যত্রতত্র পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে।

এ সম্পর্কিত আরও খবর