গাম্বিয়াকে পেছন থেকে সহযোগিতা করছে বাংলাদেশ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:47:53

শুধু আন্তর্জাতিক বিচারিক আদালতের শুনানিতে নয়, আগে থেকেই গাম্বিয়াকে তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশ সহযোগিতা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায়ে রোহিঙ্গারা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৌশলগত কারণে আমরা পেছন থেকে গাম্বিয়াকে আগে থেকেই সহযোগিতা করে যাচ্ছি। এ নিয়ে ওআইসিতে বেশ কয়েকটি বৈঠকেও অংশ নিয়েছে বাংলাদেশ।

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য এই কৌশল নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের শুনানি শুরু হচ্ছে মঙ্গলবার (১০ ডিসেম্বর)। এরই মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি আদালতে একটি আইনি দলকে নেতৃত্ব দিতে হেগে পৌঁছেছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলাটি দায়ের করে। মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং রোহিঙ্গা সম্প্রদায় ধ্বংস করছে বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায়।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু হচ্ছে

এ সম্পর্কিত আরও খবর