কড়া নাড়ছে শীত, জমে উঠেছে গরম কাপড়ের বাজার

, জাতীয়

রাসেদ হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 17:49:45

দেশের অন্যান্য শহরের তুলনায় একটু বিলম্বতে হলেও রাজধানীর দরজায় কড়া নাড়ছে শীত। প্রতিবছরের মতোই এবারও দেশের অন্য অঞ্চলের চেয়ে রাজধানীতে একটু পরেই আগমন ঘটেছে শীতের। আর এই শীতের আগমনে রাজধানীতে জমে উঠেছে শীত বস্ত্রের বাজার।

সরেজমিনে দেখা যায় রাজধানী ঢাকার পল্টন, ফার্মগেট ও মোহাম্মদপুরের দোকানে বা রাস্তার পাশে ফুটপাতে সারিবদ্ধ ভাবে শত শত দোকানের সমাহার। দোকানের সাথে পাল্লা দিয়েই ক্রেতার উপস্থিতি লক্ষণীয়। সাধ্যের সাথে সমতা রেখেই যে যার পছন্দ মতো কিনে নিচ্ছে শীতবস্ত্র। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে বোঝা যায় শীতের পোশাক কিনতে কৃপণতা করছেন না কেউই।

পল্টনে শীতের বাজার

ফার্মগেটের দোকান মালিক আব্দুল লতিফ বার্তা২৪.কমকে বলেন, 'ঢাকায় এখনো পুরোপুরি শীত পড়েনি, তবে শীত শুরু হয়েছে। সিজনের প্রথম সময় এটা, ভালো বিক্রি হচ্ছে। প্রতিদিন ১০-১২ হাজার টাকার শীতের কম্বল, সোয়েটার ও শীতের গেঞ্জি বিক্রি হয়।'

শীতবস্ত্র ক্রেতা রবিউল ইসলাম বলেন, 'দিনের বেলা শীত বেশি না পড়লেও রাতে শীত লাগে তাই একটা কম্বল কিনলাম। দাম নিয়েছে ৭০০ টাকা।'

রাজধানীর পল্টন মোড়ে ফুটপাতে শীতের জামা বিক্রেতা শাহাদত হোসেন বলেন, 'শহরে কেবল শীত পড়ল, শীতের শুরুতে ভালোই বিক্রি হচ্ছে। আমরা লট হিসেবে মাল কিনে খুচরা বিক্রি করছি। একদাম ৮০০ টাকায় প্রতিটা লেদারের জ্যাকেট বিক্রি করি। প্রতিদিন ১৫-২০টি করে সেল হয়।'

কম্বলের দোকানে ক্রেতাদের ভিড়

শীতবস্ত্র ব্যবসায়ী আনোয়ার বলেন, 'শহরে শীত পড়েছে শীতের শুরুতেই ব্যবসা ভালো হয়। বিশেষ করে বিদেশী কম্বল, জ্যাকেট, লেদার জ্যাকেটের চাহিদা বেশি।'

ক্রেতা মইনুল খাঁন বার্তা ২৪ কে বলেন, 'মোটামুটি শীত চলে এসেছে, তাই আমার জন্য এবং পরিবারের জন্য শীতের পোশাক কিনলাম। মার্কেটের ভেতর থেকে কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে, তাই বাইরে থেকে কিনছি। প্রতি বছরের তুলনায় এবার দাম একটু বেশি নিচ্ছে। শীতবস্ত্র যেহেতু লাগবেই তাই টাকার কথা চিন্তা করছি না।'

এ সম্পর্কিত আরও খবর