‘সিলেটে প্রতিদিন ১০-১৫ নারী তালাকপ্রাপ্ত হচ্ছেন’

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-28 12:43:55

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সিলেট নগরে প্রতিদিন ১০ থেকে ১৫ জন নারী তালাকপ্রাপ্ত হচ্ছেন। আমার কাছে প্রতিদিনই তালাকের নোটিশ আসে। গত নভেম্বরে প্রায় দুই শতাধিক তালাকের নোটিশ পেয়েছি। তালাক একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে। তাই এই ব্যাধি দূর করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বর্তমান সমাজে পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে নারী বা শিশুরা নির্যাতিত হচ্ছে। তাই এ সকল কিছু প্রতিরোধে নিজ পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানেই প্রতিরোধ আর প্রতিবাদ করতে হবে। তাহলে সমাজে ফিরে আসবে শান্তি আর শৃঙ্খলা।’

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা কমিটির সভাপতি ড. আর. কে ধরের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর