রোহিঙ্গাদের এনআইডি দেওয়ায় গ্রেফতার ২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 00:31:38

অর্থের বিনিময়ে পারস্পরিক যোগসাজশে রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ায় চট্টগ্রামের থানা পর্যায়ের স্থানীয় নির্বাচন কমিশনের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ ডিসেম্বর) পৃথক দুটি মামলায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের অস্থায়ী অফিস সহকারী ঋষিকেশ দাশ এবং বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নিরূপণ কান্তি নাথকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— মো. জয়নাল আবেদীন, মোছাম্মৎ আনিছুন নাহার বেগম, মো. জাফর, সত্য সুন্দর দে, সীমা দাশ প্রকাশ সুমাইয়া জাহান, বিজয় দাশ, ঋষিকেশ দাশ, নিরূপণ কান্তি নাথ।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

অন্যদিকে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ দুদক উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে ডাবলমুরিং থানার নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদীনের নামে আরও একটি মামলা দায়ের করেন।

দুটি মামলার আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর