‘পেঁয়াজের মূল্য বৃদ্ধি কারসাজি কিনা খতিয়ে দেখা হবে’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 04:39:42

পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি ও কারসাজি করে মূল্যবৃদ্ধি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর টিসিবি মিলনায়তনে ‘ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজ ও চালের বাজার অস্থিরতা সৃষ্টি নিয়ে কাজ করছি। পেঁয়াজ নিয়ে যোগসাজশে কৃত্রিমভাবে সংকট তৈরি ও কারসাজি হয়েছে কিনা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, বিশ্বের ১৩০টি দেশে প্রতিযোগিতা কমিশন রয়েছে। কমিশন সঠিকভাবে কাজ করতে পারলে দেশের জিডিপিতে ২-৩ শতাংশ অবদান রাখতে পারবে। জিনিসপত্রের দাম কমে আসবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এবং এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর