অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা এগোলে, ব্যবসা টিকে থাকে। যারা প্রতিযোগিতায় না আসবে তাদের অবস্থা সিটিসেলের মতো হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর টিসিবি মিলনায়তনে 'ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ' শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব জনসাধারণের অধিকার ফিরিয়ে দেওয়া। তাদের সচেতন করা। ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা থাকলে পণ্যের ন্যায্যমূল্য থাকবে। নতুন করে উদ্যোক্তা সৃষ্টি হবে। বাজার স্থিতিশীল থাকবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এবং এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।