ইসলামি ভাবধারার বইয়ের বিকল্প নেই

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-26 18:01:59

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, 'জীবনকে সুন্দরভাবে গঠনের জন্য আমরা সকলেই জ্ঞান অন্বেষণের চেষ্টা করি। এই জ্ঞান অন্বেষণ করতে গেলে আমাদেরকে প্রাথমিকভাবেই বইয়ের উপর নির্ভরশীল হতে হয়। যে মানুষ যত বেশি বইয়ের সঙ্গে সম্পৃক্ততা স্থাপন করবেন, তিনি তত সমৃদ্ধশালী হবেন।'

তিনি বলেন, 'ইসলামি চিন্তাধারার বই বা পুস্তক পড়ার মাধ্যমে একদিকে যেমন আমরা সমৃদ্ধ হব পাশাপাশি ইসলামকে ধারণ করার মাধ্যমে পরিপূর্ণভাবে নিজের জীবন, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করার সুযোগ আমরা পাব। তাই সমৃদ্ধ ও আলোকিত জীবন গড়তে হলে ইসলামি ভাবধারার বই পড়ার বিকল্প নেই।'

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের মুসলিম ইনস্টিটিউট চত্বরে পাঁচ দিনব্যাপী বিভাগীয় ইসলামি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র টিটু আরও বলেন, 'আমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই। মহান আল্লাহ পাক যেমন মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য নবী-রাসুলদের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যত বেশি করে মহান আল্লাহ পাকের নির্দেশকে অনুসরণ করব ও মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর জীবন আদর্শকে ধারণ করতে পারব, নিশ্চয়ই আমরা তত বেশি সমৃদ্ধ হব।'

ইসলামি বইমেলার মতো এমন আয়োজন দেশের যুব সমাজ ও পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন সিটি মেয়র। তাই এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজকদের প্রতি আহ্বানও জানান তিনি।

ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী প্রমুখ।

সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে পাঁচ দিনব্যাপী এ বইমেলা শেষ হবে আগামী ১৬ ডিসেম্বর।

এ সম্পর্কিত আরও খবর