সন্ধ্যায় ঢাকা-দার্জিলিং-সিকিম রুটের বাস যাত্রা শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 06:03:39

ঢাকা থেকে সরাসরি ভারতের দার্জিলিং হয়ে সিকিম রুটের পরীক্ষামূলক বাস চলাচল শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গাবতলি বিআরটিসি বাস টার্মিনাল থেকে ঢাকা-দার্জিলিং-সিকিম রুটে বাসের ট্রায়াল শুরু হবে। পরীক্ষামূলক এই বহরে আছে শ্যামলী এন আর ট্রাভেলসের দুটি হুন্দাই বাস।

নতুন রুটে বাস চালু হওয়ার বিষয়ে বিআরটিসি চেয়ারম্যান ইহসান ই এলাহী বলেন, 'অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল করিমের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল ট্রায়াল রানে যাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রণালয় ও গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। তারা পরীক্ষামূলক এ ট্রায়ালে বিভিন্ন বিষয় শনাক্ত করবেন। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ট্রায়াল রান শেষে ১৬ ডিসেম্বর দলটি দেশে ফিরবে।

ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার, ঢাকা থেকে শিলিগুড়ির দূরত্ব ৫২০ কিলোমিটার। সেখান থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব আরো ১২০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের দূরত্বও প্রায় একই। ট্রায়াল রানে পজিটিভ রিভিউ আসলে পুরোপুরিভাবে এই রুটে বাস চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর