'দুর্ঘটনা এড়াতে লোকোমাস্টারদের সতর্ক থাকতে হবে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-02 04:33:07

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আর যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য রেলওয়ের গার্ড ও লো‌কোমাস্টার‌দের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে লোকোমাস্টারদের দেশে বিদেশে প্রশিক্ষণ করানো হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রেলভব‌নের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের গার্ড ও লো‌কোমাস্টার‌দের সা‌থে মত বি‌নিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এসময় লো‌কোমাস্টার‌রা তাদের অভিযোগের কথা মন্ত্রীকে বলেন। তারা বলেন, 'রেলওয়েতে বর্তমানে জনবল কম। ফলে সবাইকে বাড়তি ডিউটি কর‌তে হয়। একারণে প্রশিক্ষণ কম হয়।'

অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, 'আপনাদের সব অভিযোগ লি‌খিত আকা‌রে দিয়ে দেন।' একই সাথে সব সমস্যা সমাধান করা হ‌বে ব‌লে আশ্বাস দেন তিনি।

এসময় মন্ত্রী রেলের ইঞ্জিনে ম‌নিটর স্থাপনের নির্দেশ দেন। যা‌তে করে প্লেনের মত সাম‌নের সবকিছু দেখতে পায় লো‌কোমাস্টার। এছাড়া তেল চু‌রি বন্ধের বিষয়েও তিনি কড়া নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলের ডিজি মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর