এক মণ ওজনের অজগরটি এখন লোকালয়ে

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:35:04

 

 
সিলেট: সিলেটে প্রায় এক মণ ওজনের একটি অজগর সাপ এখন লোকালয়ে। তবে উৎসুক জনতার চাপে প্রায় ১০ ফুট লম্বা ওই সাপটি জীবননাশের হুমকিতে রয়েছে। 
 
শনিবার (৭ জুলাই) দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার গ্রামের গেদা মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। 
 
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ সাপ ধরতে পারদর্শী। খবর পেয়ে তিনি সহযোগী কাচা মিয়াকে সাথে নিয়ে কচুয়ারপার গ্রাম থেকে শাপটি ধরে নিয়ে আসেন। বর্তমানে শাপটি তার হেফাজতে রয়েছে।
 
বশির আহমদ জানান, বন্যার পানি থাকায় অজগরটি তার বাসস্থান হারায়। খাবার না পেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সে একটি গাছের ডালে উঠে বসেছিল। উৎসকু জনতা সাপটি দেখে মেরে ফেলতে চেয়েছিল। খবর পেয়ে তিনি ওই এলাকায় গিয়ে সাপটিকে ধরে তার বাড়িতে নিয়ে এসেছেন। বন বিভাগের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে সাপটি তিনি তাদের হাতে তুলে দেবেন। 
 
বিষয়টি নিয়ে সিলেট বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও খবর