বরিস জনসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 04:54:36

ব্রিটেনের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টি বিজয় অর্জন করায় বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ ডিসেম্বর) বরিস জনসনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের জনগণের আস্থা ও বিশ্বাসের ইতিবাচক বহিঃপ্রকাশের প্রমাণ এই বিজয়।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ ও তৎকালীন সরকারের সহায়তার কথাও স্মরণ করেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিস জনসনকে ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪ আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। কনজারভেটিভ পার্টি গতবারের চেয়ে ৪৭টি আসন বেশি পেয়েছে। অন্যদিকে, লেবার পার্টি ৫৯টি আসন হারিয়েছে। যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন, সেখানে তার দল পেয়েছে ৩৬৪টি। 

এ সম্পর্কিত আরও খবর