২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর পর্যটকদের চলাচলের জন্য খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বন্দরটি খুলে দেয়ার পর পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে।
তামাবিল শুল্ক স্টেশনের কাস্টমস পুলিশের ইনচার্জ মওদুদ আহমেদ রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের পাঠানোর অনুমতি দিয়েছে। তবে নিজ দায়িত্বে পর্যটকদের ভারতে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না ভারতীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বাংলাদেশিদের সে দেশে প্রবেশে বাধা দেয়া হয়।
বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বেড়াতে যাওয়া মানুষ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল দিয়ে ভারতে যান। কোনো পূর্ব ঘোষণা ছাড়া আচমকা এই বাধায় বিপাকে পড়েন বাংলাদেশি পর্যটকরা। শুক্রবার সকাল থেকে অনেক পর্যটক তামাবিলে জড়ো হন। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ভারতে প্রবেশের মুখে ভারতীয় ইমিগ্রেশন তাদের আটকে দেয়। ফলে ভারতের ডাউকি থেকে ফিরে আসতে হয় তাদের।