টাউন হলকে ‘শহীদ স্মৃতি হল’ নামকরণের দাবি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 15:18:01

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের টর্চার সেল হিসেবে ব্যবহৃত টাউন হলকে ‘শহীদ স্মৃতি হল’ নামকরণের দাবি জানিয়েছে রংপুরের মুক্তিযোদ্ধাসহ সাংস্কৃতিক কর্মীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় টাউন হল চত্বরে ‘শহীদ স্মৃতি হল’ নামকরণে গণস্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন শেষে এ দাবি জানান তারা।

দাবি আদায়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুস সোবহান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর জেলা সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ, নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, জাসদ নেতা গৌতম রায়, সাংবাদিক মানিক সরকার মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারা বেগম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ রংপুর সহ-সভাপতি আতোয়ারুজ্জামান লাঞ্চু, সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন।

টাউন হল চত্বরে শহীদ স্মৃতি হল নামকরণে গণস্বাক্ষর
 

এতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ রংপুর জেলা সভাপতি কমরেড শাহাদত হোসেন। পরে শহীদ স্মৃতি হল নামকরণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাউন হল বধ্যভূমিতে ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর