যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশে পূবালী লঞ্চ

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-09-01 21:06:54

বরিশালের কীর্তনখোলা নদীতে দুর্ঘটনায় কবলিত এমভি শাহরুখ-২ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এমভি পূবালী-১ নামের একটি লঞ্চ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে বরিশাল লঞ্চঘাটের বিপরীতে চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন ঘটনাস্থল থেকে এমভি শাহরুখ-২ লঞ্চে থাকা পাঁচ শতাধিক যাত্রীদের নিয়ে লঞ্চটি ছেড়ে যায়। আর সামনের তলা ফাটল অবস্থায় এমভি শাহরুখ- ২ লঞ্চটি একটি চরে বাঁধা রয়েছে।

এদিকে দুর্ঘটনার কবলে ডুবে যাওয়া কার্গোটির উদ্ধার কাজ চলছে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।

শনিবার দিনগত রাত ১টা পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদীবন্দরের বিপরীতে চরকাউয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এমভি হাজি মো. দুদু মিয়া নামের মালবাহী কার্গোটি নদীতে ডুবে যায়।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন: কীর্তনখোলা নদীতে লঞ্চ-কার্গো সংঘর্ষে কার্গোডুবি

এ সম্পর্কিত আরও খবর