অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার: আইনমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 16:08:22

অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘রাজাকারদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্তকারী সংস্থাটি রয়েছে, তারা দেখবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তারা যদি তালিকায় থাকা রাজাকারদের বিষয়ে তদন্ত করে অপরাধের প্রমাণ পায়, নিশ্চয় তাদের বিচার হবে।’

রোববার (১৫ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ে নেপালের উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব ও যুগ্ম সচিব গৌতম ফণিন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রাজাকারদের তালিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইতিহাসে সবকিছু পরিষ্কার হওয়া ভালো। নতুন প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্মকে সত্য ইতিহাসটা জানা উচিত। রাজাকারের তালিকা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে একটা সুন্দর, শক্তিশালী এবং উন্নত বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’

নেপালের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আলাপ আলোচনায় যেটা উঠে এসেছে সেটা হলো, আইন অঙ্গনে পারস্পরিক সহযোগিতা। আপনারা জানেন, আমরা ব্রিটিশ আইনটাই অনুসরণ করি। আমাদের ও নেপালের আদালতগুলো অনেকাংশেই একই ভিত্তিতে তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণের প্রয়োজন হলে বাংলাদেশে যে জুডিশিয়াল অ্যাডমিনিস্টিরিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে সহযোগিতা আরও বাড়াতে পারি কিনা, সে বিষয়ে আলোচনা করেছি।’

নেপালের উপ-প্রধানমন্ত্রী ও যুগ্ম সচিবের সঙ্গে আইনমন্ত্রীর সাক্ষাৎ

আনিসুল হক আরও বলেন, ‘আমরা আরও আলাপ আলোচনা করেছি বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে সড়ক পরিবহনের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার জন্য। এ কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে থাকেন সৈয়দপুর বিমান বন্দর ও মংলা পোর্ট দুটোই নেপাল ভুটান তাদের মালামাল পরিবহনের জন্য ব্যবহার করতে পারেন। এ বিষয়েও আলোচনা করেছি। আমাদের আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নেপালের উপ-প্রধানমন্ত্রীকে আবারও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি।’

নেপালের উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও নেপালের জনগণ টু জনগণ, সরকার টু সরকারের মধ্যে অত্যন্ত সুন্দর ও সুসম্পর্ক রয়েছে। আমাদের এই সম্পর্ক দিন দিন আরও ভালো হচ্ছে। আজ বিচার ও আইন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে। একই সঙ্গে জুডিশিয়াল অ্যাডমিনিস্টিরিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সহযোগিতা প্রয়োজন হলে করা হবে। এছাড়া বাংলাদেশ থেকে নেপালে সরাসরি সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা চালু হলে উভয় দেশের জনগণ লাভবান হবে।’

এ সম্পর্কিত আরও খবর