শিক্ষাবৃত্তি পেতে পরীক্ষা দিয়েছে ৬৪০ শিক্ষার্থী

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-27 10:33:40

ময়মনসিংহের মেধাবী শিক্ষার্থীদের ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে স্থানীয় ট্রাস্ট এডুকেশন পয়েন্ট ও পিইডি ফাউন্ডেশন।

এ লক্ষ্যে রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ কমার্স কলেজে এই দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৬৪০ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পিইডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম বলেন, `ট্যালেন্টপুলে ২ হাজার টাকা ও সাধারণ বৃত্তির জন্য প্রতি শিক্ষার্থীকে ১ হাজার টাকা প্রদান করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা এবং মেধার অন্বেষণ করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি জানান, এ পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে ৮৬ জন, তৃতীয় শ্রেণিতে ১৫১ জন, চতুর্থ শ্রেণিতে ৯৪ জন, পঞ্চম শ্রেণিতে ১৪১ জন, ষষ্ঠ শ্রেণিতে ১১০ জন, সপ্তম শ্রেণিতে ৩৮ জন ও অষ্টম শ্রেণিতে ২০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের যে অধীর আগ্রহ তাতে বোঝা যায় কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নিয়েছে।

এ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ২৫ ডিসেম্বর সকাল ১০টায়।

২০১৭ সালে ২৭৩ এবং ২০১৮ সালে ৩০৩ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছিল এই দুটি প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর