বাংলার নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতি ধারণ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে ‘বেগম রোকেয়া শিখা সংসদ’।
সমাজের বিভিন্ন শ্রেণির পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মানবিক সহায়তার পাশাপাশি প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট জনদের সম্মাননা জানিয়ে আসছে এ সংগঠন।
‘বেগম রোকেয়া শিখা সংসদ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি জিনাত মাহমুদ রাসেল জানান ২০১৯ সালের বেগম রোকেয়া শিখা সংসদ পদক ও সংবর্ধনার জন্য মনোনীত ব্যক্তিদের নাম।
সমাজের বিভিন্ন শাখায় বেগম রোকেয়া শিখা সংসদ পদক ও সংর্বধনা-২০১৯ দেওয়া হচ্ছে।
এরা হলেন- নারী শিক্ষায় অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, নারী উন্নয়নে পদক পাচ্ছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সমাজ সেবায় পদক পাচ্ছেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন ও মরণোত্তর পদক পাচ্ছেন হাজী মোজাম্মেল হক। শিক্ষকতায় আ. আ. স. ম. আরেফিন সিদ্দীকী, সমাজ উন্নয়নে জিমি ব্যাং ( সুপার হোম) সাংবাদিকতায় ইমদাদুল হক মিলন, চলচ্চিত্রে অবদান রাখায় নির্মাতা এন রাশেদ চৌধুরী ও নির্মাতা হাসিবুর রেজা কল্লোল, যুব উন্নয়নে রাসেল কবির (সুপার হোম), ক্রীড়া উন্নয়নে ইমরুল হাসান (বসুন্ধরা কিংস)।
জিনাত মাহমুদ রাসেল আরও জানান, প্রতি বছরের ন্যায় এবারও উত্তরবঙ্গের অসহায় শীতার্ত মানুষদের মাঝে ২০ হাজার কম্বল বিতরণ করবে ‘বেগম রোকেয়া শিখা সংসদ’।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ‘বেগম রোকেয়া শিখা সংসদ’ ২১ বছর যাবত সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।